About Chandan dey
কেউ একজন খুব সুন্দর বলেছিলো,টাকা ছাড়া কিছু হয়না।আসলেই টাকা ছাড়া কিছু হয়না।টাকা থাকলে সন্মান বাড়ে,ত্বকের উজ্জ্বলতা ও বাড়ে।
আসুন না এই প্লেটফর্মের সাহার্যে আমরা সবাই কিছু টাকা উপার্জনের দ্ধারা এগিয়ে যায় নতুন কিছু শিখতে,নতুন কিছু জানতে।হয়তো প্রথমে একটু কস্ট হবে,কি একদিন ত সফলতা আসবেন।সারাজীবন ত আর দুঃখ থাকবেনা,কারণ দুঃখ হলো ইউটিউব ভিডিও টে আসা এডছ এর মতো মাঝে মধ্যে আসে আবার চলে যায়।
মনে রাখবেন এটাই কাজ করার বয়স,কেউ একজন খুব সুন্দর বলেছেন যে,তুমি যদি তোমার কাজের বয়সে কাজ না করো তাহলে তোমাকে আরাম করার বয়সেও কাজ করতে হবে।